বগুড়ার শিবগঞ্জে ট্রাক ড্রাইভারের ঘরে বেড়ে ওঠছে হিরো আলম ও যুবরাজ নামের ২টি হলিস্ট্রিয়ান ফ্রিজিয়াম ষাড় গরু। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ক্রেতারা দাম হাঁকছেন ২১লক্ষ টাকা।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা গ্রামের ট্রাক চালক আব্দুল করিম তার ঝুপরি ঘরে গত ৪ বছর আগে ২টি ষাড় গরু লালন পালন শুরু করেন। তিনি সখের বসে ষাড় ২টির নাম রাখেন হিরো আলম ও যুবরাজ। হিরো আলম ও যুবরাজ ট্রাক চালকের বাড়িতে বেড়ে উঠতে থাকে। বর্তমানে হিরো আলম এর ওজন ১১শ কেজি এবং যুবরাজ এর ওজন ১ হাজার ৫০ কেজি। পবিত্র কুরাবানী ঈদ উপলক্ষে গরু ২টি বিক্রি করতে চান হিরো আলম এর মালিক আব্দুল করিম। হিরো আলম ও যুবরাজ প্রতিদিন ৮শ থেকে ৯শ টাকার দানাদার খাবার খায় ও এর পাশাপাশি ঘাস খায়।
গরুর মালিক আব্দুল করিম বলেন, আমি গত ৪ বছর যাবৎ হিরো আলম ও যুব রাজকে লালন পালন করে আসছি। দীর্ঘদিন যাবৎ গরু ২টি কে অনেক কষ্ট করে খাবার খাওয়ানোর পাশাপাশি দেখাশোনা করে আসছি। এবার ঈদে হিরো আলম এর দাম ১১ লক্ষ টাকা এবং যুবরাজ এর দাম ১০ লক্ষ টাকা বিক্রি করতে চান।
তিনি আরো বলেন, ইতিমধ্যে গরু ২টি বিক্রির খবর পেয়ে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই ক্রেতারা এসে ভীড় জমাচ্ছেন। কাঙ্খিত মূল না পাওয়া বিক্রি করা সম্ভব হচ্ছে না। ক্রেতাদের পাশাপাশি প্রতিনিয়ত আশপাশের গ্রামের নারী পুরুষ হিরো আলম ও যুব রাজকে এক নজর দেখার জন্য ভীড় জমাচ্ছেন।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান বলেন, শিবগঞ্জ উপজেলার মধ্যে হিরো আলম ও যুবরাজ সব চেয়ে বড় গরু। উপজেলা প্রাণি অফিস থেকে আমরা সব সময় খামারীদের পরামর্শ প্রদান করে আসছি।
Posted ১১:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জুলাই ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD