দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ১নং ইউনিয়ন পরিষদের গত ২৫ই অক্টোবর টিসিবির পণ্য বিতরণ করা হয়। এসময় কার্ড ধারী ব্যতিত কাউকে পণ্য দেওয়া হয় নাই।
টিসিবির পণ্য নিতে আসা তিন নম্বর ওয়ার্ডের মহিলা ও পুরুষ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য নিতে সন্ধ্যা হলে মোঃ খলিলুর রহমানকে মালপত্র উত্তোলনের জন্য কার্ডগুলো দিয়ে আসে, পরে টিসিবির মালপত্র উত্তোলন করে ভ্যানযোগে বাড়ি বাড়ি পৌঁছে দেন মেম্বারের লোকজন।
টিসিবির কার্ডধারী হবিবরকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি অসুস্থ তাই আমার কার্ডটি ফুফাতো বোন রুবিনা কে দিয়ে পণ্য উত্তোলন করি।
টিসিবির মালপত্র পাওয়া আরো ৮থেকে ১০জনের উপস্থিত হয়ে বলেন মেম্বর লোকজন দিয়ে বাড়ি বাড়ি গিয়ে পণ্য পৌঁছে দিয়েছে। শুনলাম এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে, টিসিবির পণ্য ইউপি সদস্যের হাতে জিম্মি আমরা এমন অসত্য সংবাদের প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে বাগজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হোসেন আলোকিত বগুড়া’কে জানান, টিসিবির পণ্য পাওয়া লোকজনের কাছে আমি গিয়েছি তারা টিসিবির মালপত্র পেয়েছে, তবে কে বা কাহারা ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে তা আমি জানিনা।
Posted ৬:০৮ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD