টিফিনের টাকা জমিয়ে ছিন্নমূল, গরীব, অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করেছে কয়েক জন শিক্ষার্থি বন্ধু। গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে আদমদীঘির সান্তাহার জংশন স্টেশন প্লাটফর্ম ও আশপাশের নারী-পুরুষের মাঝে সান্তাহার সরকারি কলেজের ১র্ম বর্ষ ও বিপি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেনির শিক্ষার্থি গঠিত বন্ধু সমাজ আবরার শাহরিয়ার তানিম এর নেতৃত্বে এই ইফতার সামগ্রি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থি শিশির, সামিউল, সাফায়েদ, রাফি, মারুফ, রিদম, রাকিবসহ তাদের বন্ধুরা।
প্রায় শতাধিক ছিন্নমূল, গরীব, অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করে ওই শিক্ষার্থিরা তাদের মতো অপর শিক্ষার্থিদের ও সমাজের বিত্তবানদের এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
Posted ৬:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD