পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে জয়পুরহাট পৌরসভায় আঃ লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার মনোনয়ন পাওয়ারর বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক। শনিবার (৩০ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার মনোনয়ন পাওয়ারর বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারী জয়পুরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার দুপুরে দলীয় প্রার্থী হিসেবে অধ্যক্ষ শামছুল হকের নাম ঘোষণার শহরে বিএনপির সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। অধ্যক্ষ শামছুল হকের দ্বিতীয়বারের মতো বিএনপির মনোনয়ন পেলেন।
Posted ১০:১৩ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD