উত্তরের সীমান্তঘেঁষা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আবারও বেড়ে চলেছে মাদক কারবারিদের তৎপরতা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ভারত থেকে অবৈধ পন্থায় ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে এক শ্রেণির অসাধু মাদক কারবারিরা।
মাদক কারবারিদের চলমান কার্যক্রমের এই অংশ হিসেবে ভোরে উপজেলার আটাপাড়া সীমান্তে উত্তর গোপালপুর গ্রামের একটি আম বাগানের ভিতর দিয়ে ফেন্সিডিল পাচারকালে ৭৮০ বোতল ফেন্সিডিলসহ ৮ জন শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের আবু সালামের ছেলে সাদ্দাম হোসেন (২৮) ও সাহাজুলের ছেলে মেহেদী হাসান (২১), রামচন্দ্রপুর গ্রামের মফেল উদ্দিনের ছেলে আতাউর রহমান (২৫), মৃত-আশরাফ আলীর ছেলে তারেক (২১), ফরিদ আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৯) ও নাসির উদ্দিনের ছেলে গাজীউর রহমান (২২) এবং বাগজানার কুটাহারা গ্রামের মৃত-কছিম উদ্দিনের ছেলে ছোটন (২২) ও মৃত-মোফাজ্জল হোসেনের ছেলে নয়ন (৩০)।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান মাদক কারবারিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্ততি চলছে।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD