জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায় দুই ভাই এর সড়ক দূর্ঘনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকায় নেমেছে শোকের ছায়া। মা নাসিমা খাতুন পাগলের মত ছটফট করছে।
ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা (বাঁশতা) গ্রামের আফতাব উদ্দিনের তিন ছেলের মধ্যে মেঝ ছেলে বিদেশ ফেরৎ শাহ্ আলম (২৮) ৪ মাস আগে ছুটিতে বাড়ী আসেন । শাহ্ আলম তার ছোট ভাই মাসুদ রানা (২২) বগুড়া আজিজুল হক কলেজের সম্মান শ্রেণীর ছাত্র।
তাকে নেওয়ার জন্য সোমবার বগুড়া থেকে দুই ভাই মরটসাইকেল যোগে বাড়ীতে ফিরার পথে সন্ধ্যা ৭টার সময় বগুড়া-নওগাঁ মহাসড়কে এরুলিয়া এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
বাবা আফতাব (৬০) শোকে পাথর হয়ে গেছেন বিড়বিড় করে বলছেন, “আমার কাঁধে দুই সন্তানের লাশ এ শোক সইব কেমন করে”। দক্ষিণ বস্তা (বাঁশতা) গ্রামের মোসলেম উদ্দিন জানান, দুই ভাই খুবই শান্ত প্রকৃতির ছেলে ছিল। তাদের এই মৃত্যু এলাকা বাসী মেনে নিতে পারছেনা।
আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা চরম দূঃখজনক।
ক্ষেতলাল থানা অফিসার ইনর্চাজ (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছে। এবং বলেন দুই ভাই মরটসাইকেল যোগে বাড়ীতে ফিরার পথে সন্ধ্যা ৭টার সময় বগুড়া-নওগাঁ মহাসড়কে এরুলিয়া এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কায় লেগে ঘটনার স্থলে তাদের মৃত্যু হয়।
Posted ৯:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD