পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির নাকুড়গাছি বুড়াবুড়ীর মাজার দারুসসুন্নাহ হাফেজিয়া ক্বওমী মাদ্রসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় শিক্ষক হাফেজ আবু শাহিদ ও শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে লাঞ্ছিত ও মিথ্যা চুরির অপবাদ দিয়ে আসতেছিল ওই প্রতিষ্ঠান সাধারণ সম্পাদক ও অফিস সহকারীর তোয়াবুর মন্ডল। একপর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও অফিস সহকারীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ৪ জন শিক্ষক ও ৪০ জন শিক্ষার্থীরা।
আজ বুধবার (১লা ফেব্রুয়ারি) প্রতিষ্ঠান সামনে বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন প্রতিষ্ঠান সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষক আবু শাহিদ, জহুরুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে আবু নাঈম, তৌহিদ ইসলাম।
বক্তব্যে তারা বলেন, সাধারণ সম্পাদক ও অফিস সহকারি ক্ষমা চেয়ে পদত্যাগ করাসহ মাদ্রাসার সকল কার্যক্রম বন্ধ নয়তো বা সকল শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবে বলে ঘোষণা প্রদান করেন।
Posted ৩:২২ অপরাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD