এইচ এস সি পাশের পর নার্সিং ইন্সটিটিউট থেকে কোর্স সম্পন্ন করে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে উত্তীর্নদের পেশাদার নার্স বলা হয়, রাষ্ট্রীয় আইনে এমন বিধান থাকলেও সম্প্রতি এসএসসি পাশ করে কারিগরি শিক্ষাবোর্ডের মাধ্যমে মাত্র ৬ মাস মেয়াদী কোর্স উর্ত্তীনদেরও একই সুযোগ দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ প্রদর্শন করেন নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে জয়পুরহাট জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্স ইউনিয়নের জয়পুরহাট জেলা শাখা আয়েজিত মানব বন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনটির সভাপতি ঐশি ইসলাম, ছাত্র নেতা নাজির হোসেন, মোহনা আাখতার, তানিয়া খাতুন প্রমূখ।
বক্তারা এসএসসি পাশ করা ৬ মাস মেয়াদী কারিগরি কোর্স সম্পন্নকারীদের সমমানের নার্স স্বীকৃতি না দিতে সরকারের প্রতি আহবান জানান। পরে বিক্ষোভকারীরা মিছিল করে শহরের প্রধান প্রধান সড়কসহ জেলা প্রশাসন চত্বর প্রদক্ষিন করেন।
Posted ৬:১২ অপরাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD