জয়পুরহাট পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রামের বিল থেকে শাক তুলে বাড়িতে আশার পথে একটি ফাঁকা মাঠে ধর্ষণের শিকার হয়েছে (১৯) বছরের এক সনাতন ধর্মাবলম্বী এক তরুনী। ধর্ষণের শিকার ওই তরুনীর বাড়ি পাচঁবিবি উপজেলার উঁচনা গ্রামে। ওই তরুনী বাদি হয়ে শুক্রবার দুপুরে পাঁচবিবি থানায় তিন জনকে আসামী একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
থানায় মামলা সূত্রে জানাগেছে, গত (৬ জানুয়ারী) বুধবার বিকালে ধরঞ্জী ইউপি’র সালুয়ার বিল থেকে শাক তুলে মাঠ দিয়ে বাড়িতে আসছিলেন সেই সময় ওই তরুনীকে একা পেয়ে আব্দুর রাজ্জাক ও হাবিব পাশের আলু ক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ওই এসময় তরুনী চিৎকার করে মোনোয়ারকে বলে তাকে ধর্ষণ না করার জন্য। তবুও না শোনে ওই তরুনীকে ধর্ষণ করে তাঁরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকজন শুক্রবার দুপুরে থানায় এসে মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন পাঁচবিবি উপজেলার উঁচনা গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক (২১), ফজলুর রহমানের ছেলে হাবিব (২৬) ও জাহান আলীর ছেলে মোনোয়ার হোসেন (১৯)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের তৎপরতা চলছে।
Posted ২:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ জানুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD