জয়পুরহাটের কালাই ও আক্কেলপুর পৌরসভার নির্বাচনে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে কালাই পৌর এলাকার ৯টি ও আক্কেলপুর পৌর এলাকার ৯টিসহ মোট ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলেছে ভোটগ্রহণ।
কালাই পৌর সভায় মোট ১৩ হাজার ২২৬ জন ভোটার ব্যালট পেপারে এবং আক্কেলপুর পৌর সভায় ২০ হাজার ৩৯১ জন ভোটার এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ভোট গ্রহণের শুরু থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতির পাশাপাশি বাইরেও প্রার্থীদের কর্মী-সমর্থক আর নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
এদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ ৫ জন পুলিশ ও ৯ জন করে আনছার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ভোটের মাঠে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা ও জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম। নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি বলে জানা গেছে।
Posted ৫:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD