বগুড়ার ধুনটে মামলার আসামীগণ জামিনে মুক্তি পেয়ে বাড়ি এসে মামলার বাদীকে হুমকি ও বাদীর ছেলে চয়ন মিয়া (১৮), কে মারপিট করার জন্য ধাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ শে এপ্রিল) অনুমান সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী চয়ন মিয়া বাদী হয়ে ধুনট থানায় ফরিদপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে আব্দুল কাফি (৪৫), সহ ৯ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, সঙ্গে একই গ্রামের জহুরুল ইসলাম এর সঙ্গে একই গ্রামের আব্দুল কাফি এর সঙ্গে জমির পানি শেষের ধান উত্তোলন করাকে কেন্দ্র করে জহুরুল ইসলাম এর তিন ছেলেকে মারপিট করে আহত করে আব্দুল কাফিসহ তার লোকজন। মারপিটের ঘটনায়,জহুরুল ইসলাম এর স্ত্রী মরিয়ম খাতুন, ধুনট সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন। মামলা নং ২০১/২২ উক্ত মামলা চলাকালীন সময়ে আসামীগণ জমিন মুক্তি পেয়ে এসে বাদী মরিয়ম খাতুন ও তাহার ছেলেদের কে আসামী আব্দুল কাফি ও তাহার লোকজন মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন বলে জানান মামলার বাদীর ছেলে চয়ন মিয়া।
গত বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা অনুমান ৬ টার দিকে চয়ন মিয়ার গ্রামের চারমাথা এলাকায় গেলে আব্দুল কাফি ও তার লোকজন অতিরিকৃতভাবে তার উপর হামলা চালিয়ে আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে কাফি ও তার লোকজন চয়ন মিয়াকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনতগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ২:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD