জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দরিদ্র, অসহায় ও অসুস্থ্য ৫০ জনকে এককালীন আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ করেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা. রোখছানা বেগম। অনুদান পাওয়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হক ও সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রেশন) মো. মিজানুর রহমান মল্লিকসহ জেলা সমাজকল্যাণ কমিটির সদস্য, জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হক জানান, জেলার সাত উপজেলার ৫০ জন দরিদ্র, অসহায় ও অসুস্থ্য ব্যক্তির প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট দুই লাখ ৫০ হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
Posted ১০:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD