“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে শনিবার দুপুরে মৎস্য বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন- জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়।
এসময় উপস্থিত ছিলেন খামার ব্যবস্থাপক সামসুজ্জামান, সদর উপজেলার মৎস্য কর্মকর্তা ইসমত আরা সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। সংবাদ সম্মেলনে জানানো হয় ২৩-২৯ জুলাই ৭দিন ব্যাপী জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মৎস্য সপ্তাহ পালিত হবে। সপ্তাহ ব্যাপী
এ কর্মসূচিতে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্যজীবীদের সাথে আলোচনা সভা, মৎস্য চাষে নিবিড় পরামর্শ প্রদান, মাছের পোনা
বিতরণ, পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
Posted ৯:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২৩ জুলাই ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD