বগুড়ার শিবগঞ্জের আটমূল ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় আটমূল ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি নজরুল ইসলাম বাসুর সভাপতিত্বে ভাইয়ের পুকুর বন্দরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ জাতীয় সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ (এমপি)।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টিই পারে দেশের প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে। পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন, প্রকৃত দেশ প্রেমিক ও গণমানুষের নেতা। তিনি সব সময় ৬৮ হাজার গ্রাম বাংলার উন্নয়ন ও সাধারণ মানুষের সুখ দুঃখের কথা ভাবতেন। সেই নেতা হুসাইন মোহাম্মদ এরশাদের মত আদর্শে আদর্শিতো হতে হবে আমাদের। বগুড়া তথা শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টিকে শক্তিশালী করে, বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এর হাতকে শক্তি করতে হবে। শিবগঞ্জে গত ৯ বছরে যে উন্নয়ন হয়েছে বিগত সময়ে কোন এমপি এত কাজ করতে পারেনি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে তিনি আবারো জাতীয় পার্টিকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক সামছুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক ফজলে রহিম মুঞ্জু, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম পাশারী (মন্টু), শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, এরফান আলী, বগুড়া জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরীফ সঞ্চয়, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের মোত্তালিব মোল্লা, শিবগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক শাহিনুর ইসলাম শাহীন প্রমূখ।
Posted ৯:৪২ অপরাহ্ণ | সোমবার, ১২ জুন ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD