নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৩ থেকে ২৯ জুলাই পযর্ন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সোনাতলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন ও জাতীয় এ উপলক্ষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেন।
কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং ও পোষ্টার ব্যানার স্থাপন, মাছের পোনা অবমুক্তকরন, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা। মৎস্য চাষীদের বিভিন্ন উপকরন ও পুরস্কার বিতরণ। প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষীদের সাথে মতবিনিময় সভা। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।
এ সময় উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, প্রেসক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজল, সাবেক সভাপতি মোশারফ হোসেন মজনু, সিনিয়র সাংবাদিক লতিফুল ইসলাম, ইকবাল কবির লেমন, আবু হেলাল, জাহিনুর ইসলাম, রিমন আহমেদ বিকাশ, সাংবাদিক মিনহাজুল বারী, আমিরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৯:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২৩ জুলাই ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD