বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম) বলেন, পুলিশ জনগনের পাশে সেবক হিসাবে কাজ করতে এসেছে। তারা জনগনের বন্ধু, পুলিশকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করুন। মাদক সমাজের একটি কঠিন ব্যধি তার সাথে কোন আপোষ নেই। মাদক বিরোধী ব্যাপক অভিযান চলায় এ কারনে পুলিশের ৮টি রেঞ্জের মধ্যে প্রথম স্থান অধিকার করে বগুড়া জেলা ।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে তারই কন্যা আজকের প্রধানমন্ত্রী শেথ হাসিনা দেশ উন্নয়নের মডেলে দাঁড় করিয়েছেন। এই উন্নয়নের ধারাকে অব্যাহত ও জাতিকে সুস্থ্য স্বাভাবিক রাখতে সবাইকে বাল্যবিয়ে, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে সোচ্ছার থাকতে হবে। এসব অপরাধ নির্মুলে সকলের সহযোগীতা সোনার দেশ উপহার দেয়া কঠিন হবেনা।
তিনি ২৭ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টায় আদমদীঘি থানা পুলিশ আয়োজিত বিট পুলিশিং কার্যক্রম ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) নাজরান রউফের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমাস আলী সরকারের সঞ্চলনায় বিশেষ অতিথির অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ।
আরও বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, মাহফুজুল হক টিকন, উজ্জল হোসেন প্রমূখ।
Posted ৭:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD