মুজিববর্ষের আহবান, যুবদের কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহীম মিয়ার সভাপতিত্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে যুবদের সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের উপর আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান ও আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় তিনি বলেন সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করতে পারে প্রশিক্ষিত যুবসমাজ। এমনকি বাল্যবিবাহ, নারী নির্যাতন ও কোভিড ১৯ মোকাবেলায় যুবসমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে বলে জানান তিনি। তাই তিনি যুব সমাজকে সকল ধরনের জনসচেতনতামূলক কাজে অংশগ্রহণের আহবান জানান। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে ৫৫ যুবক ও যুবতী অংশগ্রহণ করে।
Posted ৯:০২ অপরাহ্ণ | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD