জমে উঠেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১নং চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। হয়রানিমুক্ত, সুখে-দুখে পাশে পাওয়ার নির্ভরযোগ্য মানুষকে বেছে নিতে চায় বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা। সরকারের সকল সুযোগ-সুবিধা নিশ্চিতে, অবহেলিত মানুষের মূল্যায়ন করে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান সফল চেয়ারম্যান শওকত আলী (আনারস মার্কা প্রতিক) ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ ও মিছিল করেন।
অপরদিকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা প্রতিক এর চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাজুল ইসলাম বাদশা ভুঁইয়াকে বিজয় করার লক্ষ্যে চালুয়াবাড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড শিমুলতাইড় গ্রামবাসির উদ্দ্যোগে শত শত নারী পুরুষ, একসঙ্গে মিলেমিশে ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ শেষে মিছিল করেছেন।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD