জমি দখলের অভিযোগ প্রত্যাখান করে বগুড়া প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন শাজাহানপুরের দুলু মিয়ার ছেলে মোঃ মেহেদী হাসান বাপ্পী। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৫ ফেব্রুয়ারী দুপুরে একই এলাকার আব্দুস ছামাদের কণ্যা মোছাঃ ছালমা আক্তারের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে তিনি পাল্টা সংবাদ সম্মেলন করেন।
তিনি উল্লেখ করেন এলাকায় মামলাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং ছালমার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে গত ১৫ ফেব্রুয়ারী মানববন্ধন কর্মসূচী পালন করা হয় । তার বিরুদ্ধে ৬ বিঘা ভুমি দখল ও ক্রয়ের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্নরুপে মিথ্যা, ভিত্তিহীন। তারা সত্যকে গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। তিনি ও স্থানীয় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন আকন্দ তাদের কাছ থেকে কোন প্রকার জমি ক্রয় করেননি। অথচ সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য নিয়ে তাদের সম্মানহানী ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
ছালমা তার বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা মোকদ্দমার বিষয় উল্লেখ করেছেন, তাহা সুপরিকল্পিত, ষড়যন্ত্রমুলক সাজানো মোকদ্দমা। যার কারণে তারা আর্থিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তিনি উল্লেখ করেন ছালমাদের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ও সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ছালমার ভূমিদস্যু ভাই নুরনবী ও মোঃ নুর আলম এলাকার অসহায় দরিদ্র মানুষের জমি-জমা দখল, চাঁদাবাজী, অন্যান্য অপকর্মে লিপ্ত। এ সব বিষয়ে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার মোঃ মোফাজ্জল হোসেন,রুহুল আমিন,এফাজ উদ্দিন প্রাং,হারুনুর রশিদ প্রাং প্রমুখ।
Posted ১০:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD