শনিবার ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ছুরিকাঘাতে আহত শজিমেক শিক্ষার্থীর মৃত্যু;৬দফা দাবিতে মহাসড়ক অবরোধ

রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২
88 বার পঠিত
ছুরিকাঘাতে আহত শজিমেক শিক্ষার্থীর মৃত্যু;৬দফা দাবিতে মহাসড়ক অবরোধ

ঝাল-মুড়ি খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী মো. মেহেরাজ হোসেন ফাহিম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় ছয় দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শিক্ষার্থীরা৷

আজ রোববার ( ৪ ডিসেম্বর) বিকেল ৪ টা থেকে শজিমেক হাসপাতালের ২নম্বর গেটের বগুড়া-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হয়। এর আগে বিকেলে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এসময় হাসপাতালের ১ নম্বর গেটে দিয়ে পুলিশি বাঁধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সড়কে নামেন। এসময় শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি জানান। এতে বক্তব্য দেন ২৭তম ব্যাচের শিক্ষার্থী অর্ঘ রায়, শৈশব রায়, অর্ণব আকন্দ, আনোয়ারুল আজিম ফাহাদ।


তাদের দাবিগুলো হলো, আগামী ২৪ ঘন্টার মধ্যে হাসপাতালের ২ নম্বর গেইট সংলগ্ন সব অনিবন্ধিত দোকান উৎখাত ও দোকানীদের ট্রেড লাইসেন্স চেক করাসহ পুলিশ ভেরিভিকেশন সম্পন্ন করার পর এখানে ব্যবসা করার অনুমতি দেওয়া হবে৷ আগামী ২৪ ঘন্টার মধ্যে ক্যাম্পাসের ২ নম্বর গেট সংলগ্ন নতুন রাস্তার মোড়ে, লেডিস হোস্টেলের সামনে, ফিরিঙ্গির মোড়, ভার্সেটাইল মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। শজিমেক ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও ক্যাম্পাসের কলেজ এরিয়ার এন্ট্রি পয়েন্ট গুলোতে ২৪ ঘণ্টা আনসার মোতায়েন করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দুই নম্বর গেট সংলগ্ন নতুন রাস্তার মোড়ে সার্বক্ষণিক পুলিশি টহলের ব্যবস্থা থাকতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে কলেজ ক্যাম্পাসের প্রত্যেক অন্ধকার পয়েন্ট আলোকিত করতে হবে। এবং দ্রুততম সময়ে হত্যাকারী শাকিলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় শিক্ষার্থীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।


শিক্ষার্থীদের এ সড়ক অবরোধে মহাসড়কের দু’ধারে কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

 


Facebook Comments Box

Posted ৭:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!