মন খারাপের দিনে
এস আই.মানিক
মন খারাপের দিনে প্রিয়
মন খারাপের দিনে,
মন থেকে মনের মানুষ
নিতে হবে চিনে!
ঘটাতে হয় ইতি যদি
হিসাব নিকাশের,
কি প্রয়োজন থাকে তবে
মিলাতে অংকের!
হোক অভিযোগ বা অভিমান
জীবন খাতায় ভাজ,
শক্ত করে মনটাকে ফের
করতে হবে কাজ!!!
Posted ৭:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD