বগুড়ার গাবতলী পৌর সদরে সাড়ে ৪বছরের এক শিশু কন্যাকে ৪জন কিশোর পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শিশুট এখন আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ১৬ই নভেম্বর দুপুরে গাবতলী পৌরসভাধীন ১নং ওয়ার্ডের জয়ভোগা আকন্দপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, ওই জয়ভোগা আকন্দপাড়া গ্রামের জনৈক এক ব্যক্তির সাড়ে ৪বছরের কন্যা সুমাইয়া আকতার (ছদ্মনাম)কে কৌশলে ডেকে নিয়ে বাড়ীর পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ৪জন কিশোর পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। অবুঝ ওই শিশু কন্যাটি কান্নাকাটি করতে করতে বাড়ীতে এসে বিষয়টি তার অভিভাবকদের জানায়। লোক লজ্জার ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে অভিভাবকরা গুরুতর অসুস্থ্য সুমাইয়াকে ভর্তি করিয়ে দেয়। সুমাইয়া এখন আশংকাজনক অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে সুমাইয়া আকতারের মা বাদী হয়ে জয়ভোগা আকন্দপাড়া গ্রামের বাবলু আকন্দের ছেলে হাসিব (১৩), জিন্না আকন্দের ছেলে জোবায়ের (১১), মহিদুল আকন্দের ছেলে মোজাহিদ (৮) এবং সুমন আকন্দের ছেলে আল ফুয়াদ (১১)কে অভিযুক্ত করে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
আজ বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ওই চার কিশোরের কাউকে কিংবা তাদের অভিভাবকদের পাওয়া যায়নি। তবে সুমাইয়াকে জোরপূর্বক বাঁশঝাড়ে নিয়ে গিয়ে চার কিশোর মিলে ধর্ষণের ঘটনাটি সত্য বলে এলাকাবাসী জানিয়েছে।
এ প্রসঙ্গে গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা নেয়া হয়েছে। ভিকটিমের মেডিক্যাল করা হয়েছে।
Posted ১০:১০ অপরাহ্ণ | বুধবার, ১৭ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD