রাজশাহীর চারঘাটে একাধিক মামলার আসামীকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ ।গ্রেপ্তারকৃত আসামী চারঘাট উপজেলার নিসপাড়া ইউনিয়নের জোতকাত্তিক গ্রামের মৃতঃ সুনিল প্রামানিকের ছেলে শ্রী সুমন চন্দ্র (সুকেষ) প্রামানিক বলে থানায় দায়েরকৃত মামলার বিবরন থেকে জানা যায়।
থানায় দায়েরকৃত মামলার বিবরন থেকে জানা য়ায় জোতকাত্তিক গ্রামের মৃতঃআবুল হোসেন বিজলের ছেলে কামরুজ্জামান মুকুল (৪৯) ২১ ফেব্রুয়ারী দিন গত রাতে প্রাইভেটকার যোগে রাজশাহী থেকে নিজ গ্রামের বাড়ি জোতকাত্তিক গ্রামে পৌছলে আসামী সুকেষসহ আরো ৭ জন মিলে গাড়ির গতিরোধ করে । এসময় গাড়ীচালক নাসিরকে মারপিট করে এবং গাড়িতে থাকা নগদ ২লক্ষ টাকা ছিনতাই করে নেয় এবং গাড়ি ভাংচুর করে বলে মামলায় উল্লেখ করে ।
এ ব্যাপারে কামরুজ্জামান বাদি হয়ে সুকেষসহ ৮ জনকে আসামী করে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করে । উক্ত মামলা সংক্রান্তে থানা পুলিশ মঙ্গলবার দিনগত রাতে আসামী সুকেষকে গ্রেপ্তার করে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে।
অপরদিকে ঐ রাতেই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা গাছসহ মাদক উদ্ধার করেন এবং ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছেন মডেল থানা পুলিশ।
এ বাপারে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ ৩ জন ও নিয়মিত মামলার এজাহার নামীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Posted ৯:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud