মাইনুল হাসান: বগুড়ার সারিয়াকান্দিতে চন্দনবাইশা ডিগ্রি কলেজের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। আজ ১৭ মার্চ শুক্রবার সকাল ১১টার দিকে চন্দনবাইশা ডিগ্রি কলেজের হলরুমে জন্মদিন উদযাপন উপলক্ষে রচনা ও কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ইউনুছ আলী। জন্মদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হাসান মাসুদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহমেদ, শিক্ষার্থী জিহাদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক আইনুল ইসলাম। আলোচনা সভা শেষে বিশাল আকৃতির কেক কর্তন করা হয়। এ-সময় কলেজের সকল বিভাগের সহকারী অধ্যাপক, প্রভাষক ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD