বগুড়ার সারিয়াকান্দিতে চন্দনবাইশা ডিগ্রি কলেজের উদ্যোগে প্রয়াত এমপি আব্দুল মান্নানের ২য় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। আজ ২০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর বেলায় চন্দনবাইশা ডিগ্রি কলেজের হলরুমে অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ মুলক বক্তব্য প্রদান করেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এমপি।
উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মমতাজুর রহমান মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চন্দনবাইশা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হাসান মাসুদ রঞ্জু,সহকারী অধ্যাপক ইউনুস আলীসহ আরো অনেকেই।
স্মরণ সভা শেষে প্রয়াত এমপি কৃষিবিদ আব্দুল মান্নানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী। এ-সময় চন্দনবাইশা ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সম্মানিত সদস্য, অত্র কলেজের সকল বিভাগের অধ্যাপক ও সহকারী অধ্যাপক কলেজ স্টাফ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১০:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD