ঢাকার আশুলিয়ায় গ্রাহকের প্রায় ১০কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হয়েছে একটি মাল্টিপারপাস কোম্পানি। কার্যালয়ে ঝুলছে তালা। টাকা ফেরতের পাশাপাশি অর্থ আত্মসাতে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি ভুক্তভোগীদের।
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ২০০৮ সালে যাত্রা শুরু করে চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি। প্রতিষ্ঠার পর থেকে বিনিয়োগে মোটা অংকের লাভের কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করে প্রতিষ্ঠানটি। প্রথম দিকে কিছু মানুষকে সময়মতো সুদের টাকা দিয়ে আস্থা অর্জন করে অন্যদের।
লাভের আশায় এলাকার পোশাক শ্রমিক, দোকানদার, ক্ষুদ্রব্যবসায়ী অনেকেই টাকা জমা রাখেন প্রতিষ্ঠানটিতে। কিন্তু হঠাৎ করেই লাপাত্তা চেতনা মাল্টিপারপাসের উর্ধ্বতন কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে বিনিয়োগ হারিয়ে দিশেহারা ৪শরও বেশি মানুষ।
ভুক্তভোগীরা গ্রাহকরা তাদের গচ্ছিত টাকা ফেরত চান। টাকা ফেরতের পাশাপাশি জড়িতদের বিচারের দাবি ভুক্তভোগীদের। যারা এভাবে অন্যের আমানতের টাকা আত্মসাৎ করেছে তাদের বিচারের আওতায় আনান দাবি জানান ভুক্তভোগীরা।
এদিকে, অভিযুক্ত প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, চেয়ারম্যানসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক মকবুল হোসেন বলেন, যারা টাকা নিয়ে পালিয়েছে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল মামুন কবীর বলেন, ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।।
শিগগিরই তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের।
Posted ৪:০২ অপরাহ্ণ | বুধবার, ২৩ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD