আবহমান বাংলার চিরচেনা রুপ,বাঙালির মৎস্য শিকার। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সেই সংস্কৃতি। আগের মত নদীতে নেই খরস্রোত।জলাবদ্ধ ধানী জমিতে বৃষ্টির জলে জমেগেছে হাঁটু পানি। সেই পানিতে মৎস্য শিকারে মেতে উঠেছে শিশু কিশোর নারী পুরুষের দল।
আজ ২৭ শে জুলাই মঙ্গলবার চিত্রটি ধারন করা হয়, ধুনটের মথুরাপুর ইউনিয়নের খাদুলী দিগর গ্রাম থেকে। ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে অলস সময় অতিবাহিত করছেন। এ প্রসঙ্গে আঃ মমিন,মাসুদ রানা,আরমান,কামালের সাথে কথা বলে জানা যায়, তারা সখের বসেই সম্মিলিত ভাবে এই মৎস্য শিকারে মেতে উঠেছে।
আগের মত দেশীয় মাছ আর চোখে পড়েনা। শুকিয়েগেছে খাল বিল। পরবর্তী প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই এমন উদ্যোগটি গ্রহন করেন তারা। সম্মিলিত ভাবে মাছ শিকার করতে পেরে আনন্দিত তারা।
Posted ৪:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD