গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের (বিএফইউজে) নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। আজ শনিবার দুপুর ২টায় তারা টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও জাতির জনকের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এ সময় বিএফইউজের সভাপতি মোঃ ওমর ফারুক, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদকদ্বীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফরাদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামসহ সকল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৮:৫৪ অপরাহ্ণ | শনিবার, ১৩ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD