গোপালগঞ্জ পৌরসভার নব গঠিত ১ নং ওয়ার্ডের লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (গাবতলা) ভোট কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আগামী ১৫ই জুন অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: শামীম খান শাহনেওয়াজ।
মঙ্গলবার দুপুর ১২ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় প্রার্থীর বড়ভাই গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: সালাউদ্দীন খান, নির্বাচন থেকে সরে দাড়ানো ওই ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী ইব্রাহীম মোল্লা ও লতিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জিন্নাত আলীসহ ওই ওয়ার্ডের অসংখ্য নারী ও পুরুষ ভোটার সেখানে উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার হাবিবুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে ইতোমধ্যেই সবকিছু চুড়ান্ত হয়েছে এবং গেজেট প্রকাশিত হয়েছে। সেখানে নতুন কোন পরিবর্তনের সুযোগ নেই।
Posted ৯:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মে ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD