বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) গোপালগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার (২৭মে) সকাল ১১টায় স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) এর সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুল রহমান মিয়া।
প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর সিনিয়র সহ.সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সহ.সভাপতিমোঃ আযাদ আবুল কালাম, ফরিদপুর অঞ্চলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন তালুকদার ও সাধারন সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতিমোঃ মাহে আলম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, এনামূল হক সাইফুদ্দিন কামাল , হাচান মোঃ নাসির উদ্দিন সহিদুল ইসলাম, সামিমা আক্তার সুমি, সুকান্ত বিশ্বাস, সুশান্ত কুমার বিশ্বাস, নন্দলাল বিশ্বাস, কাজী ওমর আলী প্রমূখ।
৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ মাহে আলম সভাপতি ও নীহার কান্তি বাছাড় সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন । সম্মেলন সঞ্চালনায় ছিলেন আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান।
Posted ৯:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মে ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD