৫ম ধাপের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২০২২সালের ৫জানুয়ারী বগুড়ার গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো_গাবতলী সদর, বালিয়াদিঘী, দক্ষিনপাড়া, দূর্গাহাটা, কাগইল, মহিষাবান, নারুয়ামালা, নশিপুর ও রামেশ্বরপুর ইউনিয়ন।
অন্যদিকে ইউনিয়ন বিভাজন কার্যক্রম সম্পন্ন না হওয়ায়
অবশিষ্ট তিন ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৭ই ডিসেম্বর মঙ্গলবার রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষদিন, মনোনয়নপত্র বাছাই ৯ই ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১৫ই ডিসেম্বর আর প্রতিক বরাদ্দ ১৭ই ডিসেম্বর।
এ ব্যাপারে গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন আলোকিত বগুড়া’কে বলেন, ইতিপূর্বে গাবতলী উপজেলায় মোট ১১টি ইউনিয়ন ছিল। সেখান থেকে সম্প্রতি সোনারায় ও নেপালতলী ইউনিয়নের আংশিক গ্রাম নিয়ে ‘সুখানপুকুর’ নামের নতুন আরেকটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পৃথকীকরণের কাজ সু-সম্পন্ন না হওয়ায় গাবতলী উপজেলার নেপালতলী, সোনারায় ও সুখানপুকুর ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তিনি আলোকিত বগুড়া’কে আরো বলেন, আগামী ৬ষ্ট ধাপে ওই তিনটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
Posted ৭:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD