বগুড়ার গাবতলীতে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব (৪৫)কে মারপিট মামলায় আসামীদের দ্রত গ্রেফতারের দাবীতে বুধবার জামিরবাড়িয়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের মা অলেদা বেগম, বড়ভাই মোহাম্মাদ আলী মাষ্টার, স্ত্রী রুমা আকতার, সোনারায় ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি জহুরুল ইসলাম, ইউপি সদস্য নাছরিন আকতার বাবলি, কোহিনুর আকতার ও হযরত আলী, শ্রমিকলীগ নেতা লিটন।
স্থানীয় গণ্যমান্যদের মধ্যে মতিয়ার রহমান, আ: আজিজ, ওহেদালী, ফজলু প্রমুখ। সভায় বক্তারা ইউপি চেয়ারম্যান আলতাবের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃস্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় হাজারো এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯মে স্থানীয় সন্ত্রাসীরা ২লাখ টাকার চাঁদার দাবীতে সোনারায় ইউনিয়ন পরিষদে গিয়ে ফিল্মিষ্টাইলে ইউপি চেয়ারম্যানকে মারপিট করে এবং পরিষদের ডিজিটাল সেন্টারের ল্যাপটপ, প্রিন্টার মেশিনসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এ ঘটনায় গত ১৯মে সোনারায় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে এবং ১০/১২জন অজ্ঞাত বলে থানায় একটি মামলা দায়ের করেন।
Posted ৯:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৫ মে ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD