বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আজ বুধবার ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন স্থানীয় পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হাসানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, সাধারণ সম্পাদক ফয়সাল খান জনি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, দুলাল করিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ইউনিয়ন আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম ছুন্নু, সাংগঠনিক সম্পাদক রিপু, বীর মুক্তিযোদ্ধা টুকু, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক পেস্তা মন্ডল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিব হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু হায়াত সুইট, সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আব্দুর রহিমকে সভাপতি, সোহেল রানা ও আবু ইউসুফকে সহ-সভাপতি, আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক, আল আমিনকে যুগ্ম সম্পাদক এবং হোসেন আলী, ইসমাইল ও সয়ন ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে সোনারায় ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়।
Posted ৯:৫০ অপরাহ্ণ | বুধবার, ০২ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD