পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে বগুড়া গাবতলীর
সুখানপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের ৯জন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
আজ ১১জুন শনিবার সুখানপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিলাদ্রী শেখর সিংহ বিঠু এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রানার নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরা হলেন সুখানপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুক্তার আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মিঠু অধিকারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উদয় সিংহ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সহ-উপপ্রচার সম্পাদক পিন্টু মিয়া, সদস্য স্বাধন সরকার ও ৫নং ওয়ার্ড আ’লীগের
সদস্য খোকন সরকার।
এ ব্যাপারে সুখানপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিলাদ্রী শেখর সিংহ বিঠুর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি আলোকিত বগুড়ার প্রতিনিধিকে বলেন, উল্লেখিত ৯জনের অব্যহতিপত্র গ্রহণ করেছি। কিন্তু ওই ৯জনকে অব্যহতি দেয়ার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
Posted ৮:০৮ অপরাহ্ণ | শনিবার, ১১ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD