বগুড়ার গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকের প্রহারে সামিরা আকতার স্বর্ণা (১৫) নামের ৯ম শ্রেণির এক ছাত্রী অজ্ঞান হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞান অবস্থায় স্বর্ণা এখন গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চার ঘন্টা অতিবাহিত হলেও ওই শিক্ষার্থীর জ্ঞান ফিরে নাই।
একাধিক সূত্রে জানা গেছে, গাবতলী পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের গোরদহ উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে সামিরা আকতার স্বর্ণা (১৫) মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির একজন ছাত্রী। সে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। গতকাল সোমবার স্বর্ণা বিদ্যালয়ে যায়। কিন্তু দুপুর আড়াইটায় শ্রেণি শিক্ষকের প্রহারে সে অজ্ঞান হয়ে পড়ে। সহপাঠীরা স্বর্ণাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গাবতলী হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।
স্বর্ণার বাবা স্থানীয় সাংবাদিকদের জানান, শিক্ষক হাবিব হাসান বিবেক আমার মেয়েকে প্রহার করায় আমার মেয়ে অজ্ঞান হয়েছে। কিছুতেই জ্ঞান ফিরছে না। দীর্ঘ চার ঘন্টা হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলেও এখন পর্যন্ত ওই বিদ্যালয়ের কোন শিক্ষক স্বর্ণার কোন খোঁজ-খবর নেননি।
এ ব্যাপারে শিক্ষক হাবিব হাসান বিবেক এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, স্বর্ণাকে আমি প্রহার করিনি। তবে ওই ছাত্রী অজ্ঞান হওয়ার কারণ জানতে চাইলে তিনি বিষয়টি এরিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাবা তাফিয়া আলম জানান, মারপিট ও অতিরিক্ত ভয়ের কারণে স্বর্ণা অজ্ঞান হতে পারে। তাকে স্যালাইন দেয়া হয়েছে। স্বর্ণার জ্ঞান না ফিরলেও সবকিছু স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান বলেন, শিক্ষার্থীর জ্ঞান হারানোর বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৯:২৩ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | Sazu Mia