বগুড়ার গাবতলীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার ২জন কৃষকের মাঝে সরকারী ভূর্তুকিতে কম্বাইন হারভেষ্টার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও ইউএনও মোছাঃ রওনক জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সম্রাট, বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিমুদ্দিন প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৩১লাখ ৩০হাজার টাকা মূল্যের কম্বাইন হারভেষ্টার সরকারীভাবে ১৪লাখ টাকা ভূর্তুকিতে ১৭লাখ ৩০হাজার টাকায় দেয়া হয়। ভূর্তুকির এই মেশিন গ্রহণ করেন উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া গ্রামের আছিতুল্যা আকন্দের ছেলে আদর্শ কৃষক হায়দার আলী এবং নশিপুর ইউনিয়নের বড়ইটালী গ্রামের ছলিম উদ্দিনের ছেলে মোহাম্মাদ আলী।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, ধান কাটতে কৃষকের অর্থ ও সময় কমাতে সরকার ৫০পার্সেন্ট ভূর্তুকিতে কৃষকদের মাঝে এই কম্বাইন হারভেষ্টার বিতরণ করছে। কারন ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট দেখা দেয়।
Posted ৯:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD