বগুড়ার গাবতলীতে আরিফুর রহমান আরিফ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১’শ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২১ফেব্রুয়ারী/২৩ মঙ্গলবার দুপুরে মহিষাবান ইউনিয়নের রানিরপাড়া গ্রামের পাশে সুচনির জান নামকস্থান থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফ মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সুলতান আহম্মেদ হাফিজারের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গীর হোসেন ও এএসআই এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ১’শ গ্রাম গাজাসহ আরিফকে হাতে নাতে গ্রেফতার করে।
এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে আরিফকে অভিযুক্ত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে আলোকিত বগুড়া’কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরিফকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ১১:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD