বগুড়ার গাবতলীতে ৬ষ্ট ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিতকৃত সুখানপুকুর ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। ইউনিয়নের ১১টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হচ্ছে। আজ সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইউভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান আলম (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম লতিফুল বারী মিন্টু (ঘৌড়া), মোর্শেদুর রহমান বাবুল (চশমা), এজাজ আহমদ লাবলু (মোটর সাইকেল) এবং সাহাদত হোসেন মন্টু (আনারস)।
উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীন ধাপে ধাপে নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি একদিন আগেই সম্পন্ন করেছেন। এ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে নিয়োজিত রয়েছেন ১জন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৩জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র্যাব, বিজিবি ও মোবাইল টিম।
এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও ১৪জন করে আনসার সদস্যরা ভোট গ্রহনের দায়িত্বে থাকবেন। ইতিমধ্যে গতকাল মঙ্গলবার সকল ভোট কেন্দ্রে ইভিএম মেশিনসহ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং দায়িত্ব প্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যরা ভোট কেন্দ্রে পৌছেছেন।
সুখানপুকুর ইউনিয়নে মোট ২০হাজার ১’শ ২৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১০হাজার ১’শ ৩৭জন এবং নারী ভোটার রয়েছে ৯হাজার ৯’শ ৮৭জন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার রুহুল আমীন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। ইভিএমে শতভাগ স্বচ্ছ নির্বাচন ইতিপূর্বের মতো গাবতলীবাসীকে আবারও উপহার দেয়া হবে। কেউ কোথাও কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রশাসন তা কঠোর হস্তে দমন করবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারী ৬ষ্ট ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুখানপুকুর ইউপিতে ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা মৃত্যুবরণ করায় উক্ত নির্বাচন স্থগিত করা হয়েছিল। এদিকে গাবতলী পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।
Posted ৭:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জুন ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD