বগুড়া গাবতলীর সোন্দাবাড়ী আজাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃস্পতিবার দূপূরে অত্র বিদ্যালয়ের হলরুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মিলটন হোসাইন। আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জয়ন্ত মন্ডল, সহকারী শিক্ষক আহসান হাবীব, শফিকুল ইসলাম, ইসলাম ও নৈতিক শিক্ষক শাহজালাল প্রাং, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম মুন্টু, আনোয়ার হোসেন, কামাল হোসেন, শিক্ষার্থী মিশু আকতার, ফৌজিয়া আকতার প্রমুখ।
শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন তার ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বক্স ও ১২জন দুস্থ শিক্ষার্থীকে সেলাই মেশিন প্রদান এবং বিদ্যালয়ের হলরুমে ৬টি সেলিং ফ্যান উপহার দেন।
Posted ৭:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia