বগুড়া গাবতলীর সোনারায় ইউপির কার্যক্রম পরিষদ ভবনে করার দাবীতে এবং জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, মৃত্যু সনদ ফি সরকারি নির্ধারিত টাকা নেওয়ার দাবীতে সোমবার ইউপির সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশ গ্রহণ করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারায় ইউপি সদস্য পেস্তা মন্ডল, রনজু মিয়া, আলেক উদ্দিন কালু, জহুরুল, মহিদুল, রাজা, শ্যামল ও সাবেক সদস্য শাহাদাৎ হোসেন গামা।
উপস্থিত ছিলেন ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আবু হায়াত সুইট, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মুক্তার হোসেন, ইউনিয়ন শ্রমিকললীগের আহবায়ক রুবেল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, ভুক্তভোগী বুলি, সিয়াম বাসার রকিসহ এলাকার শত শত নারী-পুরুষ। বক্তারা এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সকল কার্যক্রম পরিষদের ভবনে করার দাবী জানান।
Posted ৭:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২০ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD