৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আজ শনিবার বগুড়ার গাবতলী উপজেলা সমবায় অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আলোচনা সভা উপজেলা পরিষদের ইছামতি হলরুমে ইউএনও রওনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান ভুঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, বগুড়া-আসনের এমপির গাবতলী প্রতিনিধি জাফরু পাইকার, থানার এস.আই ইফতেখারুল, সুজল, সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মোজাম্মেল হক, ফেরদৌসী আরা, অফিস সহায়ক শাহ আলম কিরন প্রমুখ। শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
Posted ৯:২১ অপরাহ্ণ | শনিবার, ০৬ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD