“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে বগুড়া গাবতলীর জয়ভোগা যুব ঐক্যের উদ্যোগে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার জয়ভোগা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
➤ফেসবুকে আমাদের নিউজ পেতে QR COAD স্ক্যান করুন।
জয়ভোগা হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ শামস্ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যালেন মেয়র শাহজাহান আলী, নাড়ুয়ামালা ইউপি সদস্য রাকিবুল হাসান রকি, সংরক্ষিত মহিলা সদস্য দুলালী বেগম, সমাজসেবক মোকলেছার রহমান মুকলু, উপজেলা ছাত্ররীগের সাবেক সহ-সভাপতি আবু হানযালা সরকার ছঈম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কৌশিক আহম্মেদ।
এ সময় আয়োজক কমিটির মধ্যছিলেন হাসিব আহম্মেদ, চঞ্চল, সাগর, স্বচ্ছ, মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় গাবতলী বন্ধু একাদশকে হারিয়ে গাবতলী নাট্য ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ বিজয়ী হয়। শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের হাতে খাশি পুরস্কার তুলে দেন।
Posted ৮:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD