বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক দপ্তরের তত্তাবধানে সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ১০দিনব্যাপী যুব নারীদের বøক বাটিক ও প্রিন্টিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছাঃ অলিফা খাতুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউ ডি এফ জিয়াউর রহমান। প্রশিক্ষণে দুই ব্যাচে ৫০জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীরা তাদের নিজেদের উন্নয়নের পাশাপাশি ও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকার নারীদের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হতে হবে।
Posted ৮:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD