জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আজ বৃহস্পতিবার
বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য সপ্তাহের ৬ষ্ঠদিনে সুফলভোগী মৎস্য চাষীদের প্রশিক্ষণ উপজেলা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে এনএটিপি-২, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণ ও রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮জন প্রদর্শনী পুকুর মালিকদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।
মৎস্য খাদ্য বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা পল্লী ও দারিদ্র বিমোচন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আহসান হাবিব রাসেল, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ প্রমুখ।
৮জন প্রদর্শনী পুকুর মালিকদের মাঝে মোট ৪’শ ৫০ কেজি মৎস্য খাদ্য বিতরণ করা হয়।
Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD