বগুড়ার গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ধ্বংস ও দখলের চেষ্টার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার উক্ত কলেজে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই কলেজের অধ্যক্ষ রোজিনা আকতার নাইছ।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষা ট্রাষ্ট, বগুড়ার সেক্রেটারী জনৈক আবুল হাসান মোঃ আশরাফুদৌলা রুবেল নিজেকে গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পরিচয় দিয়ে চাকুরি দেয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন। সেইসব নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা এখন এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস ও দখলের চেষ্টার ষড়যন্ত্র করছেন।
তিনি আরো বলেন, ৭১ এর রনাঙ্গনের সাহসী বীর মুক্তিযোদ্ধা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দিনের ব্যক্তিগত সারা জীবনের সঞ্চয় ও আর কিছু অনুদানের প্রাপ্ত অর্থে এই শিক্ষা প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন। অথচ সেই প্রতিষ্ঠাতা সভাপতি খাজা নাজিম উদ্দিনকে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আশরাফুদৌলার নিয়োগপ্রাপ্ত কিছু শিক্ষকরা খাজা নাজিম উদ্দিনকে কারণে-অকারণে অপমান করছেন। হত্যারও হুমকি দিচ্ছেন। এ ঘটনায় গত ২১ মে গাবতলী থানায় একটি জিডিও করা হয়েছে-যা প্রসিকিউশন করে আদালতে পাঠানো হয়েছে। সব ষড়যন্ত্রের মূল নায়ক আশরাফুদৌলা রুবেল চাকুরি দেয়ার নামে শত শত ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন-যার মামলা এখন দুদকে চলমান রয়েছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার অনুরোধ করা হলো।
Posted ৮:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD