২০২১-২২ অর্থবছরে মৎস্য অধিদপ্তারাধীন রাজস্ব খাতের আওতায় জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মোছাঃ রওনক জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা জালাল মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার আরিফ আহম্মদ, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, পৌর যুবলীগের সভাপতি হিরন পাইকার, সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক পেস্তা মন্ডল, সদস্য সচিব রিমন পাইকার, ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ ও সাজ্জাদ হোসেন প্রমুখ। মোট ১২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪’শ ১৮কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD