২য় দফায় বিএনপি-জামায়াতের ডাকা দুইদিনের অবরোধের ১ম দিনে বগুড়ার গাবতলী থানা বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। অবরোধ চলাকালে দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গদলের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকুর সভাপতিত্বে পৌর সদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, নজমল হোসেন, মফিদুল, মকবুল, সাংগঠনিক সম্পাদক মমিন ও সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর মোরশেদ, সুরাইয়া জেরিন, সহ-সাধারণ সম্পাদক আঃ গফুর টুকু, আকতারুজ্জামান লিটন, মিজানুর রহমান মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল, কোষাধ্যক্ষ রঞ্জু, প্রচার সম্পাদক রিপন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
Posted ১১:০২ অপরাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD