বিআরডিবি’র আওতাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চ মুল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর উপকারভোগীদের ৩দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোছাঃ রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলাম, হিসাবরক্ষক ফারহানা মাসুদ, প্রকল্পের মাঠ সংগঠক রাইহান আলী প্রমুখ।
গত ১৬নভেম্বর ৩দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি বিআরডিবি বগুড়া’র উপ-পরিচালক সহিদুর রহমান সুমন। ক্লাস পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, বগুড়া বিআরডিবি’র অপ্রধান শস্য বিশেষজ্ঞ মোহাম্মদ হাবিবুল্লাহ ও অপ্রধান শস্য উন্নয়ন কর্মকর্তা তাহেরুল ইসলাম।
Posted ৯:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD