বগুড়ার গাবতলীতে বার্মিজ চাকুসহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১১এপ্রিল রাতে পৌরসভাধীন উনচুরখী টোলপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উনচুরখী উত্তরপাড়া গ্রামের খোকনের ছেলে রাকিব হাসান ওরফে প্রেম (২১) এবং একই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে জাকির আহম্মেদ জিকো (৩১)।
এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত অপরাধ জনক কর্মকান্ড ঘটানোর জন্য উনচুরখী টোলপাড়া গ্রামের মোমিনের বাড়ীর পশ্চিমপাশে কালভাটের উপর অবস্থান করছিল। এ সময় থানা পুলিশ সংবাদ পেয়ে উক্তস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৭:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD