আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ০৯ সেপ্টেম্বর রাতে বগুড়ার সাবগ্রাম ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রীন রিসোর্টে গাবতলীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন।
ভিপি সাজেদুর রহমান সাহীন বলেন, আমি শাহজাহানপুর উপজেলার ৫নং খরনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করে আসছি। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হিসাবে আমি জেলার প্রতিটি উপজেলার রাজনৈতিক কর্মকান্ডের মাধমে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কল্যানে কাজ করার চেষ্টা করছি। আমাকে যদি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা (বগুড়া-৭ গাবতলী-শাহজাহানপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক দেন তাহলে আমি জনগণের ভোটে এমপি নির্বাচিত হতে পারবো। আমি এমপি নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করে মানুষের সুখ-দুখের সারথী হয়ে আজীবন গাবতলী-শাজাহানপুর এলাকার সাধারণ মানুষদের কল্যাণে কাজ করবেন। এ জন্য তিনি স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে প্রশ্নমুলক বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক, রায়হান রানা, আবু মুসা, সাব্বির হাসান, আমিনুল আকন্দ, আরিফুর রহমান, আল আমিন প্রমুখ।
এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি লুৎফুল বারী বাবু ও আবু বক্কর সিদ্দিক স্বাধীন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম ভূলন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, পৌর যুবলীগের সাবেক সভাপতি পৌর কাউন্সিলর হযরত আলী হিরনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৯:০২ অপরাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD